টকিও থেকে ৩০০ কিলিমটার দূরে জাপানের একটি আগ্নেয়গিরি দ্বীপের কাছে দেশটির সবচেয়ে বড় হোটেল অবস্থিত। এটি বর্তমানে পরিত্যক্ত। দুর্ভাগ্যবশত, এত বড় হোটেলটি খোলা রাখতে পারছিলো না দেশটি। এটিকে খোলা রাখার জন্যে অনেক চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বন্ধ করে দেয়া হয় ২০০৬ সালে।
এটি খুবই বিস্ময়কর যে, এই হোটেলটির কিছু কক্ষ তাদের নিজেদের মতো করে গড়ে তুলা হয়। এখন পর্যন্ত এই কক্ষগুলো অক্ষতই রয়েছে। ছবিতে দেখে নিতে পারেন এই হোটেলের ভিতরের দৃশ্য।