Search
Close this search box.
Search
Close this search box.

bd-englandনারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচে বোলিংটা বেশ ভালোই হয়েছিল মেয়েদের। ব্যাটিং ব্যর্থতায় বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

গ্রস আইলেটে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তো ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই জ্বলে উঠতে পারেনি বাংলাদেশের মেয়েরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তাদের ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ উইকেট আর ৩৯ বল হাতে রেখে হারিয়েছে ইংল্যান্ড।

chardike-ad

টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার পর্যন্ত টিকে থাকলেও ৯ উইকেটে ৭৬ রানের বেশি এগোতে পারেনি বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার আয়েশা রহমান। জাহানারা আলম ১২ আর নিগার সুলতানা করেন ১০ রান। বাকিদের কেউ দুই অংকের কোটাও ছুঁতে পারেননি। ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার কারস্টি গর্ডন। ৪ ওভারে ১৬ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি।

বৃষ্টির কারণে ১৬ ওভারে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৪ রানের। শুরুতে অবশ্য ইংলিশ শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। সালমা খাতুনের জোড়া আঘাতে ১৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড।

কিন্তু এমি জোনসের হার না মানা ২৮ আর শেষ সময়ে খাদিজাতুল কুবরার শিকার হওয়া নাতালি গ্রাইভারের ২৩ রানে জয় পেতে কষ্ট হয়নি তাদের। অধিনায়ক হিথার রাইট অপরাজিত ছিলেন ১১ রানে।