samsung-nochঅবশেষে স্যামসাং তাদের পরবর্তী ফোনে নচ ডিসপ্লে রাখার ঘোষণা দিয়েছে। প্রযুক্তি ওয়েবসাইটগুলোর তথ্য মতে, স্যামসাংয়ের আপকামিং ফোনগুলো থাকবে নচ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি।

বর্তমানে বাজারে নচ ডিসপ্লে সম্বলিত ফোনের চাহিদা তুঙ্গে। প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা টানতে এবার স্যামসাং তাদের ফোনে এই প্রযুক্তির সংমিশ্রণ ঘটাতে উঠে পড়ে লেগেছে।

chardike-ad

সম্প্রতি শেষ হওয়ার এক ডেভেলপারস কনফারেন্স স্যামসাং ঘোষণা দেয়, যে তাদের পরবর্তী ফোনে নচ প্রযুক্তি থাকছে। এই সংক্রান্ত একটি ফোনের ডিজাইনও স্যামসাং উপস্থাপন করেছে।