সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অগ্নিকাণ্ডের ধোঁয়ায় তৈয়ব আলী (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আবুধাবীর মোসাফফাহ শিল্প নগরীর ৯ নং জোনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়ব আলী হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা গ্রামের ঠাণ্ডা মিয়া সওদাগরবাড়ির (প্রকাশ হেজারবাড়ি) সালেহ আহমদের ছেলে। তিনি ১৮ বছর ধরে আবুধাবি প্রবাসী।
নিহতের স্বজনরা জানান, অগ্নিকাণ্ডের সময় তৈয়বসহ অন্যরা তাদের গ্যারেজের ছাদে আবাসস্থল থেকে নেমে আসার পর তার ছেড়ে আসা ব্যাগ আনতে পুনরায় সেখানে ছুটে যান। এ সময় অগ্নিকাণ্ডে সৃষ্ট ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তৈয়ব মারা যান।
স্থানীয় সময় বুধবার ভোরে তিনি নিহত হন। তিনি আবুধাবিতে অ্যালুমিনিয়াম ফিক্সারের কাজ করতেন। আগামী সপ্তাহে তার মরদেহ দেশে আসবে বলে জানান স্বজনরা।