Search
Close this search box.
Search
Close this search box.

afridi-rohit‘বুমবুম’ নামে পরিচিত পাকিস্তানের হার্ডহিটিং অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে পেছনে ফেলে ছক্কা হাঁকানোর রেকর্ডে সবার উপরে উঠে এসেছে ভারতের রোহিত শর্মা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেই আফ্রিদির রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত। কি সেটা? দ্রুততম ২০০ ছক্কার রেকর্ড। ভারতীয় এই ওপেনার ১৮৭ ইনিংসেই ছুঁয়ে ফেলেছেন ওয়ানডেতে ২০০ ছক্কার এলিট ক্লাব।

chardike-ad

এই ক্লাবে ঢুকতে আফ্রিদির লেগেছিল ১৯৫ ইনিংস। তিনিই ছিলেন এতদিন সবার উপরে। এবার দ্রুততম ২০০ ছক্কার রেকর্ডে রোহিত উঠে গেছেন এক নাম্বারে।

তৃতীয় অবস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ২১৪ ইনিংসে ২০০ ওয়ানডে ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন তিনি। পরের দুটি স্থান নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।

সাবেক কিউই অধিনায়ক ম্যাককালামের ২০০ ছক্কা ছুঁতে লেগেছে ২২৮ ইনিংস। ‘ইউনিভার্স বস’ গেইলের লেগেছে আরও বেশি, ২৪১ ইনিংস।