Search
Close this search box.
Search
Close this search box.

iranইরান পরমাণু চুক্তির পর যেসব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল তা পুনর্বহাল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা কার্যকর সোমবার থেকে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। জ্বালানি, জাহাজ নির্মাণ শিল্প ও ব্যাংক খাতসহ অন্যান্য খাতে এ নিষেধাজ্ঞা বলবৎ হবে। খবর সিএনএনের।

২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে চুক্তিটি সম্পাদিত হয়। চুক্তির শর্ত মতে, তেহরানের ওপর চাপানো নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। চলতি বছর চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন।

chardike-ad

পম্পেও বলেন, নিষেধাজ্ঞার আওতায় আটটি দেশ ছাড়া অন্য কোনো দেশ ইরান থেকে তেল কিনতে পারবে না। কিনলে ওই দেশগুলোকেও শাস্তি ভোগ করতে হবে। আটটি দেশের মধ্যে রয়েছে ভারত ও জাপানসহ মিত্র রাষ্ট্রগুলো। ইউরোপীয় ইউনিয়ন চীন, রাশিয়াসহ চুক্তির অন্য পক্ষগুলো কোনো ছাড় পাবে না বলে জানিয়েছেন পম্পেও।