russiaরাশিয়ায় নিরাপত্তা সদর দফতরে বোমা হামলা চালিয়েছে ১৭ বছরের এক তরুণ। স্থানীয় সময় ৯টার দিকে শহরের আর্খানগেলস্কের উত্তর পশ্চিম দিকে এ হামলা চালোনো হয়। এতে ভবনটির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর বিবিসি।

ভবনটির সিসিটিভি ফুটেজের ছবি বিশ্লেষণ করে দেখা যায়, ওই যুবক হামলা করার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি গ্রুপে ম্যাসেজ পোস্ট করেন।

chardike-ad

সেখানে তিনি অভিযোগ করেন, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের ওপর নির্যাতন চালায়। ওই যুবক নিজেকে নৈরাজ্যবাদী কমিউনিস্ট হিসেবে দাবি করেন।

রাশিয়া অ্যান্টি টেরোরিজম কমিটির প্রাথমিক তদন্তে দেখা গেছে ১৭ বছর বয়সী ওই তরুণ সেখানকার স্থানীয় বাসিন্দা। বুধবার বিস্ফোরকবোঝাই একটি ব্যাগ নিয়ে সে এফএসবি সদর দফতরের খুব কাছে যায়। এর কিছুক্ষণ পর ব্যাগ থেকে বিস্ফোরকদ্রব্য বের করে তার বিস্ফোরণ ঘটায়। তবে ওই তরুণে ব্যাগে কী ধরনের বিস্ফোরক ছিল, তা জানা যায়নি।