Search
Close this search box.
Search
Close this search box.

iphone-userস্যামসাংয়ের রুশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কেসেনিয়া সোবচেক। স্যামসাংয়ের প্রচারণা চালানোর পাশাপাশি তিনি স্যামসাংয়ের ফোন ব্যবহার করার জন্যও টাকা পেতেন। তবে এরপরও তিনি ব্যবহার করেন আইফোন। খোদ টেলিভিশনে ইন্টারভিউ চলাকালে দর্শকদের সামনে আইফোন হাতে ধরা পড়েছেন তিনি।

জানা গেছে, একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার সময় তার হাতে আইফোন ১০ দেখা যায়। তখন তিনি বার বার আইফোনের লোগো ঢাকার চেষ্টা করছিলেন। এতে কাজ না হওয়ায় ফোনটির পাশে এক টুকরো সাদা কাগজ ধরে রাখেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। কিছু দর্শকের চোখে বিষয়টি ধরা পড়লে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শুরু হয় তুমুল আলোচনা।

chardike-ad

এ ঘটনার পর আইফোন ব্যবহার করার কারণে স্যামসাং ক্ষতিপূরণ হিসেবে ১৬ লাখ মার্কিন ডলার দাবি করে মামলা করেছে। স্যামসাংয়ের কাছ থেকে যে অর্থ তিনি প্রচারণা চালানোর জন্য পেয়েছিলেন তার থেকে এই ক্ষতিপূরণের পরিমাণ অনেক বেশি।