আগামী ২০১৯ সালের সরকারি ছুটির খসড়া প্রণয়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বছরটির জন্য সরকারি কর্মীদের ছুটির প্রস্তাব করা হয়েছে ২২ দিন। এর বাইরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জন্য ঐচ্ছিক ছুটিও নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২২ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন। তবে সাধারণ ছুটির ১৪ দিনের মধ্যে তিন দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র-শনিবার।
খসড়া তালিকা আগামী মন্ত্রিসভায় উঠছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ। তিনি জানান, ২০১৯ সালের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। তাই এর পরবর্তী সভায় সরকারি ছুটির তালিকা অনুমোদন হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের খসড়া আদেশে বলা হয়েছে, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী সাধারণ, নির্বাহী আদেশে এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে বছরে তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যাবে। যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্নিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে।
উল্লেখ্য, ২০১৮ সালের জন্যও সরকারি ছুটি ২২ দিন নির্ধারণ করা হয়।