সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দেয়া হয়েছে। যাদের ফিঙ্গারপ্রিন্ট এখনো নিবন্ধন হয়নি তাদের অতি দ্রুত নিবন্ধন করে নিতে আহ্বান জানিয়েছে দেশটির পাসপোর্ট বিভাগ। শিগগিরই এ অনলাইন সিস্টেম বন্ধ হয়ে যাবে।
সোমবার বিবৃতিতে এসব কথা জানিয়য়েছে সৌদি আরবের পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ। বলা হয়, সৌদিতে অবস্থানরত সকল বিদেশিদের, যাদের আগে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন করা হয়নি তাদের দ্রুত নিজেদের এবং তাদের ছয় বা তদূর্ধ বয়সের সন্তানদের ফিঙ্গার প্রিন্ট নিবন্ধন করার অনুরোধ করা হলো।
জানা গেছে, এখনো পর্যন্ত বেশিরভাগ প্রবাসী ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করেনি। নিবন্ধন না করলে প্রাপ্ত সুবিধাসমূহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এই প্রক্রিয়াটি দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে অভিজ্ঞ জনবল এবং অত্যাধুনিক যন্ত্রপাতিসহ প্রতিটি এলাকা এবং বিভিন্ন প্রদেশে স্থাপন করা হয়েছে।
সৌজন্যে- জাগো নিউজ