Search
Close this search box.
Search
Close this search box.

nisaছোট পর্দার অভিনেত্রী সাবরিনা সাফি নিসা। নিসা মূলত একজন নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী হলেও নাটকেই জনপ্রিয়তা পেয়েছেন বেশি। অনেকদিন ধরেই নাটকে অনিয়মিত তিনি। তবে বিভিন্ন নাচের অনুষ্ঠানে দেখা মেলে তার। গেলো ২০১২ সালের ডিসেম্বরে ভালোবেসে সাইদুল করিম বাপ্পীকে বিয়ে করেন নিসা। ছয় বছরের প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

নতুন খবর হলো, গেলো ১১ অক্টোবর প্রথম কন্যা সন্তানের মা হয়েছেন নিসা। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। নিসা তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

chardike-ad

এদিকে চলতি বছরের জানুয়ারিতে ‘কেউ তো ছিলো’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিলো তাকে। গানটি প্রকাশ হয়েছিলো ধ্রুব মিউজিক স্টেশন থেকে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে নাটকের মাধ্যমে নিসার মিডিয়াতে পথ চলা শুরু হয়। চ্যানেল আইতে প্রচারিত প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘সবুজ সাথী’ নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর আবার নিসাকে টিভি নাটকে দেখা যায় ২০০৩ সালে। এনটিভিতে প্রচারিত শহিদুজ্জামান সেলিমের ‘স্পর্শের বাইরে’ নাটকের মাধ্যমে আবার অভিনয়ে নিয়মিত হন।

২০০৫ সালে বিনোদন বিচিত্রা ‘বিউটি কনটেস্ট’-এ নিসা সেরা সুন্দরীর খেতাবটি জিতে নেন। ২০০৮ থেকে নিসা অভিনয় করছেন দীর্ঘ ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’ নাটকে।