Search
Close this search box.
Search
Close this search box.

mashঅনুশীলন করছেন মুশফিক-রিয়াদরা। মাঠের এক পাশে দাঁড়িয়ে তাই দেখছিলেন গুটিকয়েক মানুষ। কিন্তু একি! পেছন থেকে কে যেন মাটির ছোট ছোট ঢেলা ছুড়ে মারছে। কিন্তু পেছনে ফিরে কাউকে দেখা যায় না!

পেছনে কেবল একটা ঝোপ। হঠাৎ দেখা গেল ঝোপের আড়ালে একজন ছোট মাটির ঢেলা ছুড়ে আবার লুকিয়ে যাচ্ছে। লুকিয়ে থাকা মানুষটি এক সময় বের হয়ে এলো। তিনি মাশরাফি বিন মুর্তজা! শেরেবাংলা স্টেডিয়ামে এভাবেই শৈশবের দুষ্টুমিতে মেতে ওঠেন ক্যাপ্টেন মাশরাফি।

chardike-ad

জিম্বাবুয়ে সিরিজের জন্য অনুশীলন ক্যাম্পে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। পছন্দের ক্রিকেটারদের দেখতে মাঠে ভিড় করছেন অনেক ভক্তই। এবার তাঁদের সঙ্গেই দুষ্টুমিতে মেতে উঠলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এমনটিই দেখা যায়।

ভিডিওতে দেখা গেছে, দর্শকরা রেলিংয়ের ওপর ভর দিয়ে অনুশীলন দেখছেন। এমনকি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদেরও ক্যামেরা হাতে সেখানে দেখা গেছে। তবে মজার বিষয় হলো, দর্শকদের পেছনে মাঠে ঝোপের আড়ালেই লুকিয়ে ছিলেন মাশরাফি। আড়াল থেকেই ছোট ছোট মাটির ঢেলা ভক্তদের দিকে ছুড়ে মারছেন তিনি। ঢেলা ছুড়ে অবশ্য আড়ালে লুকিয়ে যাচ্ছিলেন মাশরাফি, ফলে কেউ দেখতে পাচ্ছিলেন না তাঁকে।

দুইবার ছোড়ার পরই একজন ভক্তের কাছে ধরা পড়েন তিনি। তাই পরের বার সেই ভক্তকে কাউকে কিছু বলতে নিষেধ করেই আবারও ঢেলা ছুড়েন তিনি। এবার অনেকেই বুঝতে পারে, কেউ কিছু একটা ছুড়ছে। সবাই ফিরে তাকিয়ে খুঁজতে থাকে কে ছুড়ছে এসব। এরপর আরেকবার কিছু মাটি দর্শকদের দিকে ছুড়লে ধরা পড়ে যান দুষ্টু মাশরাফি। তবে তারপর ঝোপের আড়াল থেকে বেরিয়েই মাঠের দিকে হাঁটতে শুরু করেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক।