নেপালের মাউন্ট গুরজায় তুষারঝড়ের কবলে পড়ে দক্ষিণ কোরিয়ার ৫ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। পর্বতারোহীদের সাথে থাকা ৪ জন গাইডও মৃত্যুবরণ করেছেন। নেপালের কোরিয়ান দূতাবাস জানিয়েছে তুষারঝড়ে ওই পর্বতারোহীদের মৃত্যু হয়েছে এবং ক্যাম্প সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আজ শনিবার ভোরে উদ্ধারকারী দল ক্যাম্পের ধ্বংসস্তুপের মধ্যে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে।
কোরিয়ান দূতাবাস জানিয়েছে ‘হেলিকপ্টারে করে মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা চলছে। কোরিয়ান সরকার নেপালের সাথে কাজ করছে।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্বতারোহী কিম ছাং হো কোরিয়ান পর্বতারোহী এই টিমের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি ২০১৩ সালে কোন অক্সিজেন সিলিন্ডার ব্যবহার না করে বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পাহাড় জয় করেন।
উল্লেখ্য, উচ্চতার দিক দিয়ে গুরজা বিশ্বে সপ্তম স্থানে। এটি নেপালের অন্নপূর্ণা অঞ্চলে অবস্থিত। বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পাহাড়ের মধ্যে আটটিই নেপালে।