সৌদি আরব মার্কিন সহায়তা ছাড়া দুই সপ্তাহও টিকতে পারবে না বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন অঙ্গরাজ্য মিসিসিপির এক সমাবেশে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের উদ্দেশে তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার মিসিসিপির সাউথহ্যাভেনের ওই সমাবেশে ট্রাম্প বলেন, ‘সৌদি আরবকে তো আমরাই রক্ষা করি। আপনারা হয়তো বলবেন তারা ধনী। যদিও আমি ওই বাদশাহ সালমানকে ভালোবাসি। কিন্তু আমি তাকে বলেছি- বাদশাহ, আমরা আপনাকে রক্ষা করছি, আমাদের ছাড়া আপনি হয়তো দুই সপ্তাহও ক্ষমতায় থাকতে পারবেন না, আপনার সামরিক বাহিনীর জন্য আপনাকে খরচ করতে হবে।’
তবে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে কবে এ আলোচনা হয়েছিল সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প। তার ওই মন্তব্যকে ‘কূটনৈতিক শিষ্টাচারহীন’ আচরণ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সৌদি আরব বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের অন্যতম নেতৃত্বদানকারী দেশ। তেলের উচ্চমূল্যের কারণে এ সংস্থাটির সমালোচনাও করেছেন ট্রাম্প।
ট্রাম্প বেফাঁস এসব কথাবার্তা বললেও তার প্রশাসনের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। মধ্যপ্রাচ্যে ইরানের উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে সৌদি আরব প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরব গিয়েছিলেন ট্রাম্প।