সংযুক্ত আরব আমিরাতের ‘বিগ টিকেট আবু ধাবি লটারি’তে ৭ মিলিয়ন আমিরাতি দিরহাম জিতেছেন ভারতীয় এক প্রবাসী। যা বাংলাদেশি প্রায় ১৬ কোটি ৭৫ লাখ ২ হাজার ৭৫০ টাকার সমান। বুধবার এই লটারি বিজয়ীর নাম ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ‘বিগ টিকেট আবু ধাবি লটারি’র শীর্ষ ৮ জয়ীর অধিকাংশই ভারতীয়।
সোমবার ভারতীয় বংশোদ্ভূত আমিরাত প্রবাসী মোহাম্মদ কুনি মায়ালাকে এবারের লটারির প্রথম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। ৭ মিলিয়ন দিরহাম জয়ী ভারতীয় এই প্রবাসীর টিকেটের নম্বর ১২১০১৩।
এছাড়া অপর ভারতীয় প্রবাসী ডুঙ্গি কিশোর কুমার বিলাসবহুল বিএমডব্লিউ সিরিজ-৩ গাড়ি জিতেছেন। তার টিকেটের নম্বর ০০৩০০১।
বুধবারের লটারিতে যে সাতজনের ভাগ্য খুলেছে; তাদের মধ্যে চারজন ভারতীয়, একজন কেনিয়ান ও দু’জন পাকিস্তানের নাগরিক।
সূত্র : খালিজ টাইমস।