দক্ষিণ কোরিয়ার পুনএকত্রীকরণ বিষয়ক মন্ত্রী বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভাণ্ডারে সর্বোচ্চ ৬০ বোমা থাকতে পারে। এ সংখ্যা সর্বনিম্ন ২০টিও হতে পারে। খবর এপির।
উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সংখ্যা নিয়ে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এটি প্রথম প্রকাশ্য মন্তব্য।
দুই কোরিয়ার পুনএকত্রীকরণ বিষয়ক মন্ত্রী চো মিয়ং-জিয়ন দক্ষিণ কোরিয়ার সংসদ এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থার হিসাব অনুসারে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সংখ্যা ২০ থেকে ৬০ পর্যন্ত হতে পারে।’
তবে সংবাদ মাধ্যম বলছে, চো অসতর্কতাবশত তথ্যটি প্রকাশ করেছেন। তার মন্ত্রণালয় পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, ‘চোর বক্তব্যের মানে এই নয় যে, আমরা উত্তর কোরিয়ার পরমাণু সক্ষমতাকে মেনে নিয়েছি।’
এপি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া প্রকাশিত উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সংখ্যা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার হিসাবের সঙ্গে সংগতিপূর্ণ।