Search
Close this search box.
Search
Close this search box.

malaysia-drugমালয়েশিয়ায় ভেজাল মদ খেয়ে বাংলাদেশিসহ ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছেন। সোমবার সুঙ্গাই বুলু, গোমবাক ও কাজাং হাসপাতালে ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়। তবে মৃত ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গ্রান্ড রয়েল হুইসকি, কিংফিসার বিয়ার এবং মান্ডালি হুইসকি খেয়ে এদের মৃত্যু হয়। এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩৩ জন। পুলিশ ইতোমধ্যে মদ বিক্রি করার অপরাধে নেপাল ও মিয়ানমারের দুই নাগরিককে গ্রেফতার করেছে।

chardike-ad