Search
Close this search box.
Search
Close this search box.

obamaপ্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণ করে তার সমালোচনা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার ইউনিভার্সিটি অব ইলিনয়সে শিক্ষার্থীদের ওপর ভাষণে ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রে এখন ‘ভয় ও অসন্তোষের রাজনীতি’ জায়গা করে নিয়েছে।

ওবামা তার ভাষণে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান আইন প্রণেতাদের তীব্র সমালোচনা করেছেন। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তিনি এ সমালোচনা করেছেন।

chardike-ad

তিনি বলেন, ‘গোত্রপ্রীতি, ভয়ের প্রতি অনুরক্ত, এক গ্রুপকে আরেক গ্রুপের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, যারা আমাদের মতো দেখতে নয়, আমাদের কথা বলে না, প্রার্থণা করে না তারা না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এ ধরণের কথা বলা পুরোনো খেলা, সময়ের বিচারে এটা পুরোনো।’

ওবামা বলেন, ‘রাজনীতিবিদরা বছরের পর বছর ধরে যেগুলো উস্কে দিয়ে এসেছেন (ট্রাম্প) স্রেফ সেগুলো একত্রিত করে কাজে লাগাচ্ছেন।’ প্রাক্তন এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প প্রশাসন দেশকে বিভক্ত করে ফেলেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা মিত্র হারাচ্ছে।