Search
Close this search box.
Search
Close this search box.

mizanকুয়েত প্রবাসী মিজানুর রহমান নামে এক বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর দেশটির সালমিয়া অঞ্চলে লাল মসজিদের পাশে আত্মহত্যা করে।

নিহত মিজান সিলেট জেলা গোপালগঞ্জ থানার লকনাবন ইউনিয়নের নয় দক্ষিণবাগ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। নিহতের দুলা ভাই ফজলু মিয়া জানায়, প্রায় চার মাস পূর্বে একটি কোম্পানির ফ্রি আকামায় ৭ লাখ টাকায় কুয়েতে আসেন। তবে ৪ চার মাস হওয়ার পরও তার ভিসা লাগেনি।

chardike-ad

sentbe-adযেই আদম দালালের কাছ থেকে ভিসা নিয়েছে তার সঙ্গে যোগাযোগ করা হলে সে ভিসা লাগাতে আরো টাকা দাবি করে। কুয়েতে আসার পর আকামা লাগেনি ফলে কাজও মেলেনি তার। দেশ থেকে ৭ লাখ টাকার ঋণ নিয়ে মানসিক চাপে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের যে কোন সময় গাছের সঙ্গে ফাঁস দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।