japanগত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন জাপান উপকূলে আঘাত হেনেছে।। মঙ্গলবার দেশটির আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ​এএফপি জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে জাপানের পশ্চিম উপকূলে ঘন্টায় ২১৬ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে টাইফুন জেবি আঘাত হানে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাৎক্ষনিকভাবে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক পুলিশ সদস্য জানিয়েছেন, কিয়োটো স্টেশনে কাঁচের ছাদ ধসে পড়ায় কয়েকজন আহত হয়েছে। সড়কে রাখা গাড়িগুলো উড়ে গিয়ে আরেক পাশে পড়েছে।

chardike-ad

japanএর আগে টাইফুনে বাতাসের গতিবেগ তীব্র ও প্রবল বৃষ্টিপাত হতে পারে সতর্ক করে দিয়ে উপকূলীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল কর্তৃপক্ষ। জাপানের আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়ে বলেছে, ওসাকা ও কিয়োটোর মতো বড় শহরগুলোসহ পশ্চিম উপকূলে ভূমিধস, বন্যা, প্রবল বাতাসের সঙ্গে উঁচু ঢেউ, বজ্রপাত ও ঘূর্ণিবায়ু বয়ে যেতে পারে।

প্রধানমন্ত্রী শিনজো আবে স্থানীয়দের দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আবহাওয়া দপ্তরের প্রধান পূর্বাভাস কর্মকর্তা রাইউতা কুরোরা বলেছেন, ‘১৯৯৩ সালের পর এটি সবচেয়ে শক্তিশালী টাইফুন।’