Search
Close this search box.
Search
Close this search box.

safdar-pakistanপাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেয়া হয়েছে। এই নারীর নাম সাইয়েদা তাহিরা সাফদার। পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাঁকে। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।

জানা গেছে, বেলুচিস্তানের গভর্নর মুহাম্মাদ খান আচাকজাই প্রাদেশিক রাজধানী কোয়েটার গভর্নর ভবনে বিচারপতি তাহিরার শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে সিনিয়র বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

chardike-ad

উল্লেখ্য, বিচারপতি সাফদার তাহিরা বেলুচিস্তান হাইকোর্টের ১৮ তম প্রধান বিচারপতি হলেন।সাফদার তাহিরাই ছিলেন বেলুচিস্তান প্রদেশের প্রথম সিভিল জজ।পরবর্তীতে তিনি বেলুচিস্তান হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।

২০০৭ সালের ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন মুশাররফ। এ ঘটনায় তার বিরুদ্ধে দেশদ্রোহীতার বিচার চলছে তিন সদস্যের এ আদালতে।