ফ্লাইট বিড়ম্বনায় পড়ে অবশেষে ঢাকায় পৌঁছালেন সাকিব আল হাসান। বুধবার রাত ১০টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এই বিশ্বসেরা অলরাউন্ডার। বিদেশে ক্রিকেটারদের যাওয়া-আসার ক্ষেত্রে দায়িত্বপালনকারী ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাকিবের হাতের অস্ত্রোপচারের বিষয়ে বৃহস্পতিবার বোর্ডপ্রধানের সঙ্গে আলোচনা করে আজই আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়বেন সাকিব আল হাসান।
এর আগে আজ দুপুর ২টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা ছিল তার। কিন্তু ফ্লাইট বিড়ম্বনার কারণে সময়মতো ঢাকায় আসা হয়নি সাকিবের।
কথা ছিল, সৌদি আরব থেকে সোজা যুক্তরাষ্ট্রে চলে যাবেন সাকিব। সেখানে অবস্থান করা তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলায়না হাসানকে নিয়ে দেশে ফিরবেন। কিন্তু আঙুলে অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্যই যুক্তরাষ্ট্র না গিয়ে সাকিব দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, এ বছর সৌদি রাজ পরিবারের রয়্যাল গেস্ট হিসেবে পবিত্র হজব্রত পালন করেন সাকিব আল হাসান।