শুধুমাত্র একটি দশমিকের ভুলে অস্ট্রেলিয়ায় এক ব্যক্তি পাঁচ হাজারেরও কম বেতনের স্থলে প্রায় ৫ লাখ ডলার পেয়েছেন। দেশটির নর্দার্ন টেরিটরির সরকারি বিভাগে এই ঘটনা ঘটেছে।
বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি সরকারি বিভাগের এক কর্মচারীর মাসিক বেতন ছিল মাত্র ৪ হাজার ৯২১.৭৬ ডলার। কিন্তু মাস শেষে বেতন উঠাতে গিয়ে তিনি দেখতে পান, তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৪ লাখ ৯২ হাজার ১৭৬ ডলার। একটি মাত্র দশমিকের ভুলে এমন কাণ্ড ঘটে। যদিও প্রায় চার সপ্তাহ পর অতিরিক্ত অর্থ ফিরিয়ে দিয়েছেন ওই কর্মচারী। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকে ‘মানবিক ভুল’হিসেবে দাবি করেছেন।
এ ঘটনা অবাক করার মতো হলেও গত এক বছরে দেশটিতে এমন অনেক ঘটনা ঘটেছে। ভুল করে নির্দিষ্ট বেতনের প্রায় কয়েকশ’গুণ বেশি বেতন দেয়া হয়েছে।
জানা গেছে, অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে সরকারি বিভাগে প্রায়ই কর্মচারীদের অতিরিক্ত বেতন দেয়ার ঘটনা ঘটে। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৬ মাসে সেখানে এমন ৭৪৩টি ঘটনা ঘটেছে।