Search
Close this search box.
Search
Close this search box.

dubai-airportসংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি সমর্থিত সেনারা। দুবাই বিমানবন্দর হচ্ছে আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অর্থনৈতিক স্থাপনা।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একটি সামরিক সূত্র বলেছে, ইয়েমেনের সেনারা ও তাদের মিত্ররা দেশীয় প্রযুক্তিতে তৈরি দূর পাল্লার সামাদ-৩ ড্রোন দিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। সোমবার সন্ধ্যায় এ হামলা হয়।

chardike-ad

এর আগে, গত ২৬ জুলাই ইয়েমেনের হুথি যোদ্ধারা একই ধরনের ড্রোন ব্যবহার করে আরব আমিরাতের রাজধানী আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়।

sentbe-adইয়েমেনি বিমান বাহিনীর মুখপাত্র আবদুল্লাহ আল-জাফারি সে সময় বলেছিলেন, ড্রোন হামলার কারণে আবুধাবি বিমানবন্দরে বিমান ওঠানামার কার্যক্রম স্থগিত হয়েছে এবং সেটাই ছিল ইয়েমেনি সেনাদের পক্ষ থেকে কোনো বিমানবন্দরে প্রথম ড্রোন হামলা।

তিনি বলেছিলেন, যেসব দেশ ইয়েমেনের ওপর আগ্রাসন চালাচ্ছে তাদের সবার বিরুদ্ধে ড্রোন হামলা চালানো হবে। পার্সট্যুডে।