Search
Close this search box.
Search
Close this search box.

smoking

শ্রীলঙ্কার শতাধিক শহরে সিগারেট বিক্রি বর্জন করা হয়েছে। দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, বর্তমানে দেশটির ১০৭টি শহরে সিগারেট বিক্রি বন্ধ রয়েছে।

chardike-ad

এ ব্যাপারে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে দেশ জুড়ে বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা এবং ফলাফল স্বরূপ বিভিন্ন শহরের দোকানদার ও ব্যবসায়ীরা সিগারেট বিক্রি বন্ধ ঘোষণা করে।

এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনেরাত্নে জানান, ২০১৯ সালের মধ্যে ২০০ শহর এ কার্যক্রমের আওতায় আনা হবে।

২০২০ সালের মধ্যে তামাক উতপাদন নিষিদ্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।