Search
Close this search box.
Search
Close this search box.

australia-sinetorঅস্ট্রেলিয়ার সিনেটর ফ্রাসের অ্যানিং সে দেশে থাকা মুসলমান অভিবাসীদের ‘বিষাক্ত জেলি বিন’ বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি মুসলমানদের অভিবাসন বন্ধের আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন।

রক্ষণশীল অস্ট্রেলিয়ান পার্টি থেকে নির্বাচিত অ্যানিং তার ভাষণে ঔপনিবেশিক শ্বেতকায় অস্ট্রেলীয় নীতিতে ফিরে যাওয়ার জন্য পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

chardike-ad

ফ্রাসের অ্যানিং তার ভাষণে বলেছেন, ‘অস্ট্রেলিয়ার জনগণের জন্য একটি গণভোটের সুযোগ দেওয়া উচিৎ যাতে তারা সিদ্ধান্ত দিতে পারে যে, তারা তৃতীয় বিশ্ব থেকে আসা অইংরেজিভাষী অভিবাসীদের চায় নাকি বিশেষ করে কোনো মুসলমানকে চায়।’

শ্বেতাঙ্গ অস্ট্রেলীয় নীতিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলীয়রা হয়তো হুইটাম আমলের আগেরকার শক্তিশালী ইউরোপী অভিবাসন নীতিতে ফিরে যেতে চায়।’

sentbe-ad

প্রসঙ্গত, শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়া নীতিতে অস্ট্রেলিয়ায় অশ্বেতকায় অভিবাসীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। ১৯০১ সাল থেকে চালু হওয়া এই নীতিটি ১৯৬০ সালের শেষ পর্যন্ত চালু ছিল।

এদিকে বুধবার স্থানীয় রেডিও চ্যানেল টু জিবিকে দেওয়া সাক্ষাৎকারে মুসলমানদের বিষাক্ত জেলি বিনের সঙ্গে তুলনা করে অ্যানিং বলেছেন, ‘দেখুন, আপনি যদি আমাকে বলতে পারেন কোনটি আমাদের ক্ষতি করবে না তাহলে ভালো। সেটা অত্যন্ত চমৎকার হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনার কাছে যদি জেলি বিনের একটি কৌটা থাকে এবং তার মধ্যে তিনটি বিষাক্ত হয়, তাহলে আপনি কোনোটাই খাবেন না।’