Search
Close this search box.
Search
Close this search box.

Lama-Khaterইসরায়েলের কারাগারে এক ফিলিস্তিনি নারী সাংবাদিককে নির্যাতনের অভিযোগ উঠেছে। ৪২ বছর বয়সী ওই সাংবাদিকের নাম লামা খাতের। অভিযোগ, ওই কারাগারের কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে ‘ভিত্তিহীন স্বীকারোক্তি’ নিতে নির্দয় নির্যাতনের পথ বেছে নিয়েছে। গতকাল সংবাদ মাধ্যম ফিলিস্তিন এ কথা জানিয়েছে।

সম্প্রতি প্যালিস্টিনিয়ান প্রিজনারস ক্লাবের (পিপিসি) একজন আইনজীবী লামা খাতেরের সঙ্গে কারাগারে দেখা করেন। ওই আইনজীবী জানিয়েছেন, কারাগারে জিজ্ঞাসাবাদকারীরা লামা খাতেরকে ভয় প্রদর্শন করছে। তারা লামাকে এই বলে ভয় দেখাচ্ছে যে, যদি তিনি স্বীকারোক্তি না দেন তবে তাঁর আত্মীয়দের গ্রেপ্তার করা হবে।

chardike-ad

তিনি জানান, এই সাংবাদিককে কারাগারে সবসময় একটি ছোট চেয়ারে বসিয়ে রাখা হয়। শুধু তাই নয়, তাঁকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পা বেঁধে রাখা হয়। এমনকি তাঁকে টয়লেটেও যেতে দেয়া হয় না। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে পিপিসি।

সূত্র: মিডল ইস্ট মনিটর