ভারতের রাজধানী দিল্লিতে প্রকাশ্যে মূত্রত্যাগের জন্য লোহার রড ও ইট দিয়ে বেধড়ক পেটানো হলো তিনজনকে। তবে কোনো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নয় বরং তিনজন ব্যক্তি নিজেরাই এ কাজ করেছে। বেধড়ক মারধরে রক্তাক্ত করার পর পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যায় তিন অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, তিন ব্যক্তিকে রক্তস্নাত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে তিনজনকে হাসপাতালে নিয়ে গেলেও দুজনের অবস্থা বেশ সংকটজনক।
আক্রান্তদের নাম অজয়, ঋষি ও অনিল। অজয় পুলিশকে জানিয়েছেন, একসঙ্গে নৈশভোজ করবেন বলে তিনি ও অনিল সোমবার বিকেলে পঞ্চশীল এনক্লেভে ঋষির অফিসে গিয়েছিলেন। অজয় ও ঋষি অফিসের বাইরে মূত্রত্যাগ করতে গেলে তাঁদের বাধা দেন তিন যুবক। তারা দু জনকে হেনস্থাও করতে শুরু করে। এরপর তা মারামারিতে গড়ায়।
সেই সময় ঋষি অফিস থেকে বেরিয়ে দেখেন তাঁর ভাই ও শ্যালককে তিনজন ইট ও লোহার রড দিয়ে বেধড়ক মারছে। তিনি বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। তিনজন জ্ঞান হারালে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালায়।
পরিসংখ্যানে প্রকাশ ভারতে প্রায় ৭০ কোটি মানুষের টয়লেট ব্যবহারের সুযোগ নেই। এ অবস্থায় প্রকাশ্যে মূত্রত্যাগ তেমন কোনো ঘটনা নয়। ফলে এ হামলার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লির রনহোলায়।
ঘটনার পর হামলাকারীদের ট্র্যাক করে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সঞ্জীব, সুনীল ও রম্বির। তারা তিনজনই ক্যাবচালক। মদ্যপ অবস্থায় তারা এই অপরাধ করেছে বলে স্বীকার করে নিয়েছে।
সূত্র: এই সময়