আগামী সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে দ্বিপাক্ষিক সম্মেলনে বসতে যাচ্ছে দুই কোরিয়া। গতকাল সোমবার এ বিষয়ে দেশ দুটি সম্মত হয়েছে। গতকাল কোরিয়া উপদ্বীপের দুই দেশের বেসামরিক অঞ্চলে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে সেপ্টেম্বরে সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। এই সম্মেলনে যোগ দিবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। বিগত কয়েক দশকের মধ্যে তিনিই হবেন প্রথম কোনো দক্ষিণ কোরীয় নেতার উত্তর কোরিয়া সফর।
গতকাল অনুষ্ঠিত বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘দুই পক্ষ পরিকল্পনামাফিক পিয়ংইয়ংয়ে আগামী সেপ্টেম্বরে দক্ষিণ-উত্তর শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে সম্মত হয়েছে।’ তবে কোন দিন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এর আগে গত এপ্রিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার অন্তর্গত শান্তিগ্রাম পানমুনজামে ঐতিহাসিক বৈঠক করেন।