গ্যালাক্সি নোট ৯ ফ্যাবলেট উন্মোচন করেছে স্যামসাং। এটি দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির গ্যালাক্সি নোট সিরিজের নতুন হ্যান্ডসেট। এতে তরুণ প্রজন্মের পছন্দের বেশকিছু ফিচার ও সেবা আনা হয়েছে। বিশ্বব্যাপী তরুণ গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন ডিভাইসটিকে ব্যবসায় হাতিয়ার হিসেবে দেখছে স্যামসাং। খবর রয়টার্স।
গত বৃহস্পতিবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে গ্যালাক্সি নোট ৯ উন্মোচন করেছে স্যামসাং। এর পরের দিন সিউলে আরেকটি অনুষ্ঠানে বিশ্বব্যাপী সাড়া ফেলানো ফোর্টনাইট গেম নির্মাতা ও মিউজিক স্ট্রিমিং সেবাদাতা স্পটিফাই টেকনোলজির সঙ্গে জোট বেঁধেছে প্রতিষ্ঠানটি। প্রিমিয়াম ফোন বাজারে অ্যাপলকে টেক্কা দিতে নতুন ডিভাইসটিতে এসব ফিচার যোগ করতে যাচ্ছে স্যামসাং। এর আগের গ্যালাক্সি নোট সিরিজের ফোনগুলোয় স্যামসাং গ্রাফিকস ডিজাইন কিংবা আর্ট বিষয়ে জোর দিয়েছে। তবে নতুন ডিভাইসটিতে এসবের ওপর গুরুত্বারোপ না করে বরং তরুণ প্রজন্মের পছন্দের কিছু ফিচারের ওপর জোর দেয়া হয়েছে।
বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি নোট ৯ ফ্যাবলেট এক টেরাবাইট পর্যন্ত মেমোরি সমর্থন করবে। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, স্যামসাং প্রথম স্মার্টফোন নির্মাতা, যাদের ডিভাইসে এক টেরাবাইট মেমোরি চলবে। এছাড়া ডিভাইসটি ৫১২ গিগাবাইটের আরেকটি মেমোরি কার্ড সমর্থন করবে। ২৪ আগস্ট স্যামসাং স্টোর থেকে ডিভাইসটি বিক্রি শুরু হবে।
মার্কিন মোবাইল ক্যারিয়ার ভেরাইজন জানিয়েছে, ১০ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি নোট ৯-এর প্রাক-ক্রয়াদেশ শুরু হবে। ৫১২ গিগাবাইট মেমোরি-সংবলিত ডিভাইসটির দাম ধরা হয়েছে ১ হাজার ২৪৯ ডলার। অন্যদিকে দেশটির আরেক মোবাইল ক্যারিয়ার স্প্রিন্ট করপোরেশনে ডিভাইসটির প্রাক-ক্রয়াদেশ শুরু হচ্ছে ২৪ আগস্ট থেকে।
জানা গেছে, অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে গ্যালাক্সি নোট ৯ প্রথম ফ্যাবলেট, যেখানে জনপ্রিয় ফোর্টনাইট ভিডিও গেম থাকছে। এখন পর্যন্ত অ্যাপলের পণ্যে এ গেমটি যুক্ত করা হয়নি। ফ্যাবলেটটিতে ব্লুটুথ সমর্থিত স্টাইলাস ফিচার রয়েছে, যা রিমোটের মতো কাজ করবে। এর সাহায্যে দূর থেকে ছবি তোলা কিংবা ইউটিউব ভিডিও প্লেব্যাক নিয়ন্ত্রণ করা যাবে।
গত বছরের আগস্টে গ্যালাক্সি নোট ৮ উন্মোচন করে স্যামসাং। ডিভাইসটি বিক্রিতে মন্দাভাব দেখা গেছে। স্যামসাংয়ের প্রত্যাশা, নতুন ডিভাইসটির মাধ্যমে এবার মন্দাভাব কাটাতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি নোট ৮-এর চেয়ে নোট ৯ ডিভাইসের বিক্রি কয়েক গুণ বেশি হওয়ার প্রত্যাশা করছে স্যামসাং।
গত মাসে স্যামসাং জানায়, তাদের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস৯ স্মার্টফোনের বিক্রি প্রত্যাশা ছুঁতে পারেনি। এর ফলে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্যামসাংয়ের মোবাইল বিভাগের মুনাফা কমেছে। প্রতিষ্ঠানটির কোন মডেলের হ্যান্ডসেট কী পরিমাণ সরবরাহ হয়েছে, সে বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেনি।
বিশ্লেষকদের মতে, গ্যালাক্সি নোট ৮ উন্মোচনের পর এ-যাবৎ এক কোটি ইউনিট সরবরাহ করেছে স্যামসাং।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারের শীর্ষ অবস্থান ধরে রেখেছে স্যামসাং। এপ্রিল-জুন প্রান্তিকে এর হ্যান্ডসেট সরবরাহ ৭ কোটি ১৫ লাখ ইউনিটে পৌঁছেছে। এর ফলে প্রান্তিকটিতে প্রতিষ্ঠানটির বাজার দখল ২০ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে।