দুই কোটি ৫০ লাখ জনসংখ্যার দেশ হলো অস্ট্রেলিয়া। দেশটির পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে, মঙ্গলবার প্রথমবারের মতো আড়াই কোটিতে পৌঁছালো দেশটির জনসংখ্যা।
জানা গেছে, অভিবাসীদের কল্যাণে সেই রেকর্ড হয়েছে। এতে করে দেশের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অভিবাসী যেভাবে নেওয়া হচ্ছে, তা অব্যাহত থাকলে ভবিষ্যৎ কোন দিকে যাবে এবং অভিবাসীরা সে দেশের অর্থনীতিতে কী পরিমাণ অবদান রাখছেন তা নিয়েও বিশ্লেষণ শুরু হয়ে গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্ন এবং সিডনিতে নাগরিক বর্জ্য চরম পর্যায়ে পৌঁছেছে। সে কারণে দেশটির সরকার নাগরিকদের ওই দু’টি শহরের বাইরে আবাসনের চিন্তা করার আহ্বান জানিয়েছে।
সাধারণত সমুদ্র তীরবর্তী স্থানে বসবাস করে অস্ট্রেলিয়ার নাগরিকরা। সে কারণে দেশটির সরকার চেষ্টা করছে জনসংখ্যার নতুন বিন্যাস করে নাগরিক স্থিতি নিয়ে আসার।
সৌজন্যে- কালের কণ্ঠ