malaysia-abdullahমালয়েশিয়ায় ৭০ হাজার টাকা ঘুষ দেয়ার অপরাধে মো. ইমরান আবদুল্লাহ (৪৮) নামে এক বাংলাদেশি প্রবাসীকে এক মাসের জেল ও তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

৯ আগস্ট বিচারক মাদিনাহ হারুল্লার আদালতে ঘুষ দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক মাসের কারাদণ্ড এবং মালায় রিঙ্গিত ১৭ হাজার ৫০০(টাকা তিন লাখ ৭০ হাজার) জরিমানা করেন কুয়ালালামপুরের আদালত।

chardike-ad

৪ আগস্ট সেরেমবানের রাসা বাজারের কলেজ উচ্চতা গার্ডেনের পাশে অবস্থিত মুদি দোকানে অভিযান চালায় মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ের আইন প্রয়োগকারী সংস্থা (কেপিডিএনএইচইপ)।

sentbe-adআটককৃত বাংলাদেশির বিরুদ্ধে ঘুষ দেয়ার অপরাধে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ বিচারক নুর হায়য়াতি মোহাম্মদ সাইনির আদালতে আসামির রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, মালয়েশিয়ায় বিবাহিত ওই বাংলাদেশির দোকানে লাইসেন্সবহির্ভূত রান্না করার তেল, আটা ও গ্যাস বিক্রি করার অনুমতি না থাকলেও সে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে।

এমন অভিযোগের ভিত্তিতে অভিযানে গেলে ওই বাংলাদেশি মালাই রিঙ্গিত তিন হাজার ৫০০ (টাকা ৭১ হাজার) ঘুষ প্রদান করলে দণ্ডবিধির ১৭বি ২০০৯(এসপিআরএম) ঘুষ দেয়ার অপরাধে গ্রেফতার করে আদালতে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।