দক্ষিণ কোরিয়ার বন্দি এক নাগরিককে মুক্তি দেওয়ার বিরল পদক্ষেপ নিয়েছে উত্তর কোরিয়া। গত জুলাইয়ে সেও নামের ওই ব্যক্তি সীমান্ত অতিক্রম করেছিলেন। মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে দক্ষিণের একত্রীকরণ মন্ত্রণালয়।
৩৪ বছর বয়সী সেও গত মাসে‘অবৈধভাবে’ সীমান্ত অতিক্রম করেছিলেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। কয়েক বছর ধরে বন্দি আরো ছয় নাগরিকের মুক্তির জন্য দক্ষিণ কোরিয়া চেষ্টা করে যাচ্ছে।
তাদের একজন খ্রিস্টান ধর্ম প্রচারকারী কিম জং-উক, ২০১৩ সালের অক্টোবরে তাকে গ্রেপ্তার করা হয়। কিম কুক-কিয়ে এবং চোই চুন-কিল নামে আরও দুইজন ২০১৪ সাল থেকে উত্তর কোরিয়ায় বন্দি আছেন।
বাকি তিনজন উত্তর কোরিয়ার পক্ষত্যাগ করে পালিয়ে দক্ষিণ কোরিয়া প্রবেশের চেষ্টার সময় ধরা পড়েন। গত মে মাসে যুক্তরাষ্ট্রের তিন নাগরিককে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া।
সৌজন্যে- বিডি নিউজ