ঘূর্ণিঝড় শানশানের কবলে পড়ে বিপর্যস্ত জাপান। বৃহস্পতিবার টোকিও ছেড়ে পূর্ব উপকূলে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। পূর্বদিকে সরে যাওয়ার ফলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভারী বর্ষণসহ আবহাওয়া উত্তাল রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট ভয়াবহ ঝড়টি মূল ভূখণ্ডে আঘাত হেনে দূরে সরে যেতে শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কারণে যে কোনো সময় ভূমিধ্বস ও বন্যার আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহবান জানিয়েছে।
আবহাওয়া সংস্থার জানায়, গ্রিনিজমান সময় ০১০০টায় ঘূর্ণিঝড় শানশান ঘণ্টায় ৯০ মাইল বেগে টোকিও থেকে উত্তর-পূর্বে মিটো নগরীর উপকূলে অবস্থান করছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে ঘূর্ণিঝড়ে চারজন আহত হয়েছে তবে বড় কোন ক্ষয়ক্ষতির কথা এখনও জানা যায়নি। ঘূর্ণিঝড়ের কারণে বৃহস্পতিবার ২ হাজারের বেশি বাড়ি থেকে বাসিন্দারা অন্যত্র চলে গেছে। গত মাসে ঘূর্ণিঝড়ের আঘাতে জাপানে ১২৪ জনের প্রাণহানি ঘটে।
সূত্র- বাসস