হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফরাসী নাগরিক ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তাদের হেনস্তার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তার কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন এই ফরাসী নাগরিক।
বুধবার বাংলাদেশি বংশোদ্ভুত ফরাসী নাগরিক আহামেদ ফরিদ সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।
জানা গেছে, ফ্রান্সের প্যারিস থেকে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কুয়েত এয়ারওয়েজে চড়ে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। বুধবার সকাল ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি। কিন্তু বেল্ট থেকে লাগেজ নিয়ে বের হবার সময় ঢাকা কাস্টম হাউসের লোকজন তাকে আটকায়। এরপর কিভাবে তিনি ফারাসী নাগরিক হলেন, কিভাবে ফরাসী পাসপোর্ট পেলেন এসব নিয়ে প্রশ্ন করেন।
এক পর্যায়ে পাসপোর্ট আটকে রাখেন তারা। তার কাছ থেকে চারটি পারফিউম ও একটি ভ্যানিটি, ১০০ ইউরো রেখে দেয় কাস্টমস হাউসের লোকজন। ঘটনার সময় আর্মড পুলিশ সদস্যরা খোঁজ নিতে আসলে দ্রুত তাকে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে আহামেদ ফরিদ বলেন, ‘কাস্টমসে দায়িত্বরত আবুল নোমান ও আব্দুর রহমান রাফি আমার লাগেজ খুলে চারটি পারফিউম ও একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে নেয়। কিন্তু এগুলো জমা রাখার কোনও স্লিপ আমাকে দেয়া হয়নি। এছাড়া ১০০ ইউরো নিয়ে নিয়েছে এই দুজন। কেন এসব তারা রাখবে তার ব্যাখ্যাও দেয়নি।
তিনি অভিযোগ করেন, এসব বিষয়ে জানতে চাইলে ওই দুই কাস্টমস সদস্য হুমকি দেন আমার পাসপোর্ট আটকে রাখা হবে ও ছাড়িয়ে নিতে ১ লাখ টাকা লাগবে। ঢাকায় এসে এমন পরিস্থিতিতে পড়ে তখন আমার মানসিক অবস্থা ভালো ছিল না। তাই বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে এসেছি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রেজাউল হক বলেন, এরকম কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।
সৌজন্যে- পরিবর্তন ডটকম