Search
Close this search box.
Search
Close this search box.

srilankaবৃষ্টিবিঘ্নিত চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। বারবার বৃষ্টির হানা ম্যাচে ৩৯ ওভারে ৭ উইকেটে ৩০৬ রানের বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা।

এরপর ডাকওয়ার্থ লুইস পদ্ধতির মারপ্যাঁচে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ৩০৮ রানের। ২ ওভারে ২১ রান তোলার পর আবারও বৃষ্টি শুরু হয়। ফলে দক্ষিণ আফ্রিকার জন্য নতুন লক্ষ্য দাঁড়ায় ২১ ওভারে ১৯১ রান।

chardike-ad

শেষ পর্যন্ত ২১ ওভারে ৯ উইকেটে ১৮৭ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এ জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে এখনো ৩-১ এ পিছিয়ে আছে শ্রীলঙ্কা।

জবাব দিতে নেমে অবশ্য ভালো সূচনা করেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার হাশিম আমলা আর কুইন্টন ডি কক। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ইনিংস হাশিম আমলার। ২৩ বলে ৬ চারে ৪০ রান করেন তিনি।

জেপি ডুমিনি ২৩ বলে দুটি ছয় ও তিনটি চারের সাহায্যে করেন ৩৮ রান। প্রথম তিন ওয়ানডে জিতে সিরিজ আগেভাগেই নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরুতে খোলসবন্দি থাকলেও পরে ব্যাট হাতে তাণ্ডব দেখায়। ব্যাটসম্যানদের সবাই প্রায় রান পেয়েছেন। বাদ যাননি লোয়ার অর্ডারে দাসুন শানাকাও।

তিনিই সবচেয়ে বিধ্বংসী ইনিংসটা খেলেছেন। আট নম্বরে নেমে ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৬৫ রান করেন শানাকা। ৩২ বলে ৫১ রান করেন কুশল পেরেরা।

থিসারা পেরেরা করেন ৪৫ বলে হার না মানা ৫১। এছাড়া দুই ওপেনার উপুল থারাঙ্গা ৩৬ আর নিরোশান ডিকভেলা করেন ৩৪ রান।