samsung-flexদীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল ফোল্ডিং ফোন আনছে স্যামসাং। তাই এই ফোনটিকে ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। এবার সেই ফোনটির ছবি ও ভিডিও প্রকাশ হলো। প্রকাশিত ভিডিওতে দেখে যায়, এই ফোনে ব্যবহৃত হচ্ছে গোটানো যায় এমন ওলিড ডিসপ্লে। এতে থাকছে ৮ জিবি র‌্যাম এবং ২৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

samsung-flex2020বহুল প্রত্যাশিত স্যামসাংয়ের এই ফোনটির মডেল স্যামসাং ফ্লেক্স ২০২০। এটি ৫১২ জিবি স্টোরেজে বাজারে আসবে। ফোনটিতে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর এক্সিনোস ১০ সিরিজ সিপিইউ ব্যবহৃত হচ্ছে।

chardike-ad

samsung-flex-2020ফ্লাগশিপ এই ডিভাইসে ২৩ ও ১৬ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে। ফোনটির ব্যাটারি হবে ৩৩০০ মিলিঅ্যামিয়ার আওয়ারের। স্যামসাংয়ের এই ফোনটি বাজারে এলে এর দাম হবে ২১৯৯ ডলার। আগামী বছর ফোনটি বাজারে আসার কথা রয়েছে।