Search
Close this search box.
Search
Close this search box.

afridi-t10ক্রিকেটের ফরমেট দিনকে দিন ছোট থেকে আরও ছোট হচ্ছে। টেস্ট, ওয়ানডের পর এসেছে টি-টোয়েন্টি। এবার জনপ্রিয় হতে চলেছে টি-টেন লিগও। শারজাহতে আগামী নভেম্বরে বসবে টি-টেন লিগের দ্বিতীয় আসর। প্রথম আসরে মৌখিক সম্মতি জানালেও এবারের আসরটিকে আনুষ্ঠানিকভাবেই স্বীকৃতি দিয়েছে আইসিসি।

প্রথম আসরের চেয়ে এবার আরও জমজমাট আয়োজনের অপেক্ষায় টি-টেন লিগ। ২৩ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বসবে ১০ ওভারের এই আসর। এবার ছয় দল থেকে বেড়ে দল হয়েছে আটটি। টুর্নামেন্টের দৈর্ঘ্যও ৪ দিন থেকে বাড়িয়ে ১০ দিন করা হয়েছে।

chardike-ad

sentbe-adটি-টেন লিগের প্রেসিডেন্ট সালমান ইকবাল মনে করছেন, আইসিসির এই আনুষ্ঠানিক অনুমোদনে বিশ্বজুড়ে এই টুর্নামেন্টটি আরও গ্রহণযোগ্যতা পাবে। এটাকে ভীষণ ইতিবাচক দিক মনে করছেন তিনি।

এবারের টি-টেন লিগে বড় অনেক তারকাই অংশ নিচ্ছেন। শহীদ আফ্রিদিসহ কয়েকজন তারকা তো আগেই ছিলেন। এবার নাম লিখিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের মতো ক্রিকেটার।