russia-helicopter-crashরাশিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ শনিবার সকাল ১০টা ২০মিনিটে সাইবেরিয়ার ক্রিশিয়োয়ারস্ক অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

রাশিয়ার বার্তা সংস্থা তাস’র বরাত দিয়ে আরটি জানায়, হেলিকপ্টারটি ইউটায়ার এয়ারলাইন্সের ছিল। হেলিকপ্টারটিতে ১৫ জন যাত্রী ও তিনজন ক্রু সদস্য ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন।

chardike-ad

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানাতে পারেনি রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা বিভাগ।