Search
Close this search box.
Search
Close this search box.

abrahamমাত্র ১৫ বছর বয়সেই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছে ভারতীয় বংশোদ্ভুত মার্কিন বালক তানিস্ক আব্রাহাম। গত জুনে ১৫ বছরে পা দেওয়ার কয়েকদিন আগেই গ্র্যাজুয়েশন সম্পন্ন করে এ বিস্ময়বালক। এবার তার লক্ষ্য ‘পিএইচডি’র দিকে। এর আগে, মাত্র ১১ বছর বয়সে কলেজের পাট চুকিয়েছে তানিস্ক। আর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে তার সময় লেগেছে তিন বছরেরও কম সময়।

তানিস্কের মা তাজি আব্রাহাম একজন প্রাণিচিকিৎসক। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমরা খুবই গর্বিত। নাতির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনে খুবই খুশি হয়েছেন আমার পিএইচডি হোল্ডার বাবা-মা। এবার সে একই বিষয়ের ওপর পিএইচডি শুরু করবে।

chardike-ad

sentbe-adএছাড়াও তানিস্ক একজন উদ্ভাবক। এই বয়সেই সে এমন এক ডিভাইস উদ্ভাবন করেছে যা দগ্ধ রোগীদের স্পর্শ না করেই তাদের হার্টরেট পরিমাপ করতে পারবে। তাছাড়া বিভিন্ন সমস্যার সহজ সমাধান চিহ্নিত করতেও বেশ পারদর্শী সে।

সংবাদ মাধ্যমকে তানিস্ক বলে, হ্যা, আমি আরও অনেকের মতোই, ক্যান্সারের কার্যকর চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করতে চাই।

ডাক্তারি পড়ার জন্য ইতোমধ্যেই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সম্মতি পেয়ে গেছে তানিস্ক। সেখানে পরবর্তী ৪ থেকে ৫ বছর মেডিসিনের ওপর লেখাপড়া করবে সে।

সৌজন্যে- বাংলা নিউজ