শুরুটা হলো হার দিয়ে। দক্ষিণ কোরিয়া সফরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম প্রস্তুতি ম্যাচে গুয়াংজু এফসির বিপক্ষে ২-০ গোলে হেরেছে। গুয়াংজু মূলত কোরিয়ান ফুটবলের দ্বিতীয় স্তরের একটি দল। আর তাদের কাছেই জেমি ডের শিষ্যদের এমন হার। ম্যাচের দুই অর্ধে দুটি গোল হজম করে বাংলাদেশ।
জামাল ভূঁইয়ার নেতৃত্বে আগামী এশিয়ান গেমস ও সাফ ফুটবলকে সামনে রেখে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলার জন্য কোরিয়া সফর করছে বাংলাদেশ। আর এই সফরে আরও দুটি ম্যাচ খেলার কথা রয়েছে। বাকি দুটি ম্যাচের সম্ভাব্য তারিখ ৩ ও ৬ আগস্ট। প্রতিপক্ষ শিনহান বিশ্ববিদ্যালয়।
জানা যায়, কোরিয়া থেকে সরাসরি ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস খেলতে যাবে লাল-বাংলাদেশ। যেখানে ১৮ আগস্ট রাজধানী জাকার্তায় শুরু হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতা। আর লাল-সবুজ জার্সিধারীদের গ্রুপে আছে শক্তিশালী উজবেকিস্তান, কাতার ও থাইল্যান্ড।
আগামী ১৪ তারিখ প্রথম ম্যাচে উজবেকিস্তান, ১৬ তারিখ থাইল্যান্ড ও ১৯ তারিখ গ্রুপের শেষ ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।