Search
Close this search box.
Search
Close this search box.

resam-khanপাকিস্তানে আরও একজন গায়িকাকে পারিবারিক সহিংসতার শিকার হয়ে প্রাণ হারাতে হলো। তাঁর নাম রেশাম খান। তিনি পশতু ভাষার মঞ্চ অভিনেত্রী ও গায়িকা। ওই শিল্পীর স্বামী তাঁকে গুলি করে হত্যা করে। আজ বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, রেশাম খানের স্বামীর নাম ফাওয়াদ। রেশাম পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। নারীর ওপর সহিংস ঘটনা খাইবার পাখতুন খাওয়ায় দিন দিন বেড়েই চলেছে। এ বছরের ফেব্রুয়ারিতে এ প্রদেশের মার্দান এলাকায় গায়িকা সাম্বালকে গুলি করে হত্যা করা হয়। এর কারণ হলো সমাবেশে গান গাইতে অস্বীকার করায় তাঁকে গুলি করা হয়। রেশাম খানের আগে আরও ১৯ জনকে এমন সহিংসতার শিকার হতে হয়েছে।

chardike-ad

resam-khan২০০৯ সালে আয়মান উদাস নামের একজন গায়িকাকে পেশোয়ারে নিজ বাড়িতে তাঁর ভাই খুন করেন। তিন একটি ব্যান্ডের ভোকালিস্ট। তথ্যসূত্র: দ্য নিউজ ডটকম।