হার দিয়েই দক্ষিণ কোরিয়া মিশন শেষ হলো হকি দলের। মঙ্গলবার পঞ্চম ও শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিকদের কাছে ৪-১ গোলে হেরেছে জিমি-চয়নরা। প্রথম ৩ ম্যাচে ৩-২, ৫-২ ও ৬-০ গোলে হারের পর চতুর্থ ম্যাচে কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল বাংলাদেশ।
মঙ্গলবার শেষ ম্যাচের প্রথম কোয়ার্টারের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নারের গোল থেকে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এরপর ৪ ও ১২ মিনিটে আরো দুই গোল করে ব্যবধান ৩-০ করে স্বাগতিকরা। দ্বিতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটে কোয়াটারে ৩ মিনটে কোরিয়া চতুর্থ গোল করলে ৪-০ হয়।
এরমধ্যে ২টি গোল বাংলাদেশের খেলোয়াড়ের স্টিকে লাগে। তৃতীয় কোয়ার্টারে দুই দলই দুটি করে পেনাল্টি কর্নার পায়; কিন্তু কোনো দলই তা কাজে লাগাতে পারেনি। তাই এই কোয়ার্টারে কোনো গোল হয়নি। শেষ কোয়ার্টারের পঞ্চম মিনিটে রাসেল মাহমুদ জিমির গোলে ব্যবধান ৪-১ করে বাংলাদেশ।
বাংলাদেশ দল বৃহস্পতিবার দেশে ফিরবে। এশিয়ান গেমস সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে হকি দলের দক্ষিণ কোরিয়া সফর। এর আগে বাংলাদেশ ভারতে গিয়েও ৬ টি প্রস্তুতি ম্যাচ খেলেছে।