তিন ম্যাচে দুই সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরি; ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই হলো তামিম ইকবালের পারফর্ম। সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা তামিম সেঞ্চুরি পেয়েছেন শেষ ম্যাচেও। দুটি ম্যাচেই তার হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। তামিমের প্রশংসায় মেতে উঠেছে ক্রিকেট দুনিয়া। তাদের সঙ্গে আছে আইসিসিও। তবে আইসিসি জানে না তামিমের ওয়ানডে সেঞ্চুরি আসলে কয়টি!
সেন্ট কিটসে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন তামিম। এই সেঞ্চুরিটি তামিমের একাদশতম সেঞ্চুরি। কোনো নির্দিষ্ট ফরম্যাটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এটিই সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড।
তামিমের এই সেঞ্চুরিতে ভর করে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম তিনশ রানের স্কোর পায় বাংলাদেশ। যা চেজ করতে গিয়ে ১৮ রানে হেরে যান ক্রিস গেইলরা। সেন্ট কিটসের এই জয় বাংলাদেশের সিরিজ জয়ও নিশ্চিত করে। অথচ দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ হারের শঙ্কায়ই পড়ে গিয়েছিলো বাংলাদেশ।
দারুণ জয়ের আগে প্রথম ইনিংস শেষেই টুইটারের তামিম ইকবালের সেঞ্চুরির প্রশংসা করেছে আইসিসি। সেখানেই মারাত্মক এক ভুল করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আইসিসির টুইটে বলা হয়েছে, ‘বাংলাদেশি কিংবদন্তি তামিম ইকবালের নবম ওয়ানডে সেঞ্চুরি, যা সিরিজে দ্বিতীয়। এটাই কি বাংলাদেশের সিরিজ জয় এনে দিবে?’
আইসিসি যেটাকে তামিমের নবম সেঞ্চুরি বলছে, সেটি আসলে তার একাদশতম সেঞ্চুরি। কিন্তু আইসিসির মতো সংস্থা এই ভুল কিভাবে করলো, তা বোঝা যাচ্ছে না। টুইটারে এ নিয়ে অনেক সমর্থক আইসিসির সমালোচনাও করেছেন।
সৌজন্যে- ২৪লাইভনিউজপেপার