এবার আট বিকৃত মস্তিস্ক পুরুষের যৌন লালসার শিকার এক ছাগল৷ চমকে যাওয়ার মতো ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার মেওয়াট শহরে৷ পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে৷ বাকিজনের সন্ধান চালানো হচ্ছে৷ এই ঘটনা পশুপ্রেমীদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে৷ তাদের মন্তব্য, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে দেশে শুধু মহিলা কেন, পশুরাও আর নিরাপদ নয়৷
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় ওই আটজন মদ্যপ অবস্থায় ও ড্রাগে আচ্ছন্ন ছিল৷ স্থানীয় একটি বাড়ি থেকে ছাগলটিকে চুরি করে তার উপর রাতভর পাশবিক অত্যাচার চালায় ওই আটজন৷ তাদের অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় ছাগলটি৷ মেডিক্যাল পরীক্ষায় গণধর্ষণের প্রমাণ মিলেছে৷ আরও মর্মান্তিক ঘটনা হল, ওই ছাগলটি গভবর্তী ছিল৷
স্থানীয় পুলিশ স্টেশনে আট জনের বিরুদ্ধে গণধর্ষণ ও চুরির অভিযোগ দায়ের করা হয়েছে৷ পশুপ্রেমীদের সংগঠন পেটার তরফ থেকে এম আসার জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭, ৪২৯, ৩৪ ও প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট (১৯৬০) এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, সংশ্লিষ্ট থানার আধিকারিক ও পুলিশ সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন৷
পশুদের উপর যেভাবে যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আসার৷ বলেন, ‘‘এরা আগে পশুদের প্রথমে নিজেদের লালসার শিকার বানায়৷ তারপর মহিলাদের টার্গেট করে৷ এই ঘটনা খুবই উদ্বেগের৷’’ সমগ্র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
সূত্র- কলকাতা২৪X৭