Search
Close this search box.
Search
Close this search box.

lalmonirhat-arrestলালমনিরহাটে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পল্লী বিদ্যুতের দুই প্রকৌশলীকে গ্রেফতার করেছে দুদক। ওই দুই কর্মকর্তা হলেন পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী এলাকায় ঘুষ নেওয়ার সময় ধরা পড়েন তারা।

জানা গেছে, বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগ প্রদানের কথা বলে এ দু’কর্মকর্তা বিপুল সংখ্যক সাধারণ মানুষের কাছ থেকে ঘুষের টাকা সংগ্রহ করতে থাকেন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগেই ওই এলাকায় অবস্থান নেন দুদকের কর্মকর্তারা। এসময় তারা দুই প্রকৌশলীকে হাতেনাতে গ্রেফতার করেন।

chardike-ad

তাদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, দীর্ঘদিন ধরে এই চক্রটি বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে জেলার সর্বত্র গ্রাম পর্যায়ে সাধারণ মানুষদের প্রতারিত করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই দুই কর্মকর্তাকে ঘটনাস্থল লালমনিরহাট সদরের বড়বাড়ী থেকে লালমনিরহাট থানায় আনা হয়েছে।