Search
Close this search box.
Search
Close this search box.

Samsung-Unbreakable-displayফোন হাত থেকে পড়লে ডিসপ্লে ভেঙে যায়। যদি এমন হয়, ফোন হাত থেকে পড়লেও ডিসপ্লে ভাঙবে না? এতদিন এ নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও এখন তা বাস্তব হতে যাচ্ছে। কেননা স্যামসাং স্মার্টফোনের জন্য নতুন ডিসপ্লে প্যানেল তৈরি করেছে। যা ফোন ব্যবহারের সময় হাত থেকে ডিভাইস পড়লেও ডিসপ্লে ভাঙবে না। সম্প্রতি স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যামোলেড ডিসপ্লে তৈরিতে স্যামসাংয়ের যথেস্ট সুনাম রয়েছে। এই ধারাবাহিকতায় স্মার্টফোনের জন্য নতুন এই ডিসপ্লে প্যানেল তৈরি করা হয়েছে। ইতোমধ্যে ইউএল (আন্ডাররাইটারস ল্যাবটরিস) সার্টিফিকেশন পেয়েছে এই ডিসপ্লে।

chardike-ad

প্রাথমিক পরীক্ষায় ৪ ফুট উপর থেকে ২৬ বার ফেলার পরেও ডিসপ্লেটি অক্ষত ছিল। এছাড়া সর্বোচ্চ ৭১ ডিগ্রি ও সর্বনিম্ন ৩২ ডিগ্রী তাপমাত্রা সহ্য করতে পারে এই ডিসপ্লে।

তবে এই ডিসপ্লে কোন ফোনে ব্যবহার করা হবে এ সম্পর্কে তেমন কোন তথ্য জানা যায়নি। এই নতুন ডিসপ্লে চলতি বছরের শেষ নাগাদ এক লাখ ও আগামী বছর ১০ লাখ ইউনিট বাজারজাত করা হবে জানিয়েছে স্যামসাং।

সৌজন্যে- টেক শহর