দক্ষিণ কোরিয়ার প্রবাসীদের ফ্রি ইন্সুরেন্স সুবিধা দিবে দেশটির অন্যতম সেরা রেমিটেন্স সেবা প্রদানকারী কোম্পানী সেন্টবি। ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশসহ ১৩ টি রেমিটেন্স প্রেরণকারী গ্রাহকরা এই সুবিধা পাবেন। এই ইন্সুরেন্স সুবিধার জন্য গ্রাহককে কোন ফি প্রদান করতে হবে না। দক্ষিণ কোরিয়া থেকে ৫ লাখ উওন রেমিটেন্স প্রেরণ করলেই এই ইন্সুরেন্স সুবিধা পাবেন।
সম্প্রতি সেন্টবি দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রধান ইন্সুরেন্স কোম্পানী কেবি ইন্সুরেন্সের সাথে একটি চুক্তি সাক্ষর করে। এই চুক্তির আওতায় সেন্টবি’র গ্রাহকরা এই সুবিধা পাবেন। উল্লেখ্য চলতি মাসের সেন্টবি বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ সেবা শুরু করে। দক্ষিণ কোরিয়া ম্যাশআপ এঞ্জেলস, স্পার্কল্যাবস সহ ৬ টি বিখ্যাত বিনিয়োগকারী কোম্পানীর বিনিয়োগে সেন্টবি যাত্রা শুরু করে। ২০১৫ সালে ফিনটেক কোম্পানী হিসেবে যাত্রা শুরু করলেও চলতি বছরের শুরুতে রেমিটেন্স সেবা চালু করে।
নিচের লিংকে গিয়ে সেন্টবি’র এপস ডাউনলোড করা যাবে।
এন্ডরয়েড-https://play.google.com/store/apps/details?id=com.sentbe
আইএসও-https://itunes.apple.com/kr/app/sentbe/id1115554824
ফেসবুক পেইজ– https://www.facebook.com/sentbe.bd