Search
Close this search box.
Search
Close this search box.

ronaldoস্পেন ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমাতে না জমাতেই দুঃসংবাদ শুনলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার অভিযোগ এনে তা প্রমাণ করে ছেড়েছে স্প্যানিশ কর কর্তৃপক্ষ। শাস্তি হিসেবে জরিমানাও হয়েছে রোনালদোর। পরিমাণটাও কম নয়, ১৯ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮৭ কোটি টাকা!

জরিমানা করেই ক্ষান্ত হয়নি স্পেন। কর ফাঁকি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই বছরের জেলও দেয়া হয়েছে এই গোলমেশিনকে।

chardike-ad

৩৩ বছর বয়সী রোনালদোর বিরুদ্ধে স্পেনে এই পর্যন্ত মোট চারটি কর জালিয়াতির মামলা হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন সিআর সেভেন।

তবে শেষ পর্যন্ত সম্ভবত জেলে যেতে হবে না রোনালদোকে। সুদসহ বাকি থাকা পুরো করের টাকাটা শোধ করে দিলেই স্প্যানিশ ট্যাক্স এজেন্সি এই শাস্তি মওকুফ করে দিবে। স্পেনের সংবাদমাধ্যম অন্তত এমনটাই জানিয়েছে।