Search
Close this search box.
Search
Close this search box.

trump-putinদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ জুলাই) ফিনল্যান্ডের প্রেসিডেন্সিয়াল প্যালেসে তারা এ বৈঠকে বসেন। খবর রয়টার্স’র।

এই বৈঠকের আগে দুই দেশের মধ্যকার ‘বৈরী সম্পর্কের’ জন্য এক টুইট বার্তায় ওয়াশিংটনকেই দোষারোপ করেছিলেন ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। টুইটারে নিজেদের ভুলের কথা উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, ‘বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের বোকামির কারণেই দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছিল।’

chardike-ad

ফিনল্যান্ডের রাজধানীতে চলমান এই রুদ্ধদ্বার বৈঠকে দুই প্রেসিডেন্ট ছাড়া অন্য কারও উপস্থিত থাকার অনুমতি নেই। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলার আগে একত্রে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন তারা।

এদিকে, এই বৈঠক থেকে খুব বেশি কিছু আশা করছে না বলে জানিয়েছে ক্রেমলিন। তবে দু’দেশের মধ্যে চলমান বিবাদ নিরসনে এটি ‘প্রথম পদক্ষেপ’ বলে মনে করে তারা।